এ পৃথিবী আমার না

13

রহিমা আক্তার রীমা :

যে পৃথিবী-পৃথিবীর মানুষ দিয়েছে আমাকে-
মিথ্যা প্রলোভনে বেঁচে থাকার সান্ত¡না,
তাই ভেবে নিলাম এ পৃথিবী আমার জন্য না!

যে সম্পর্ক আঁকড়ে চলে গেলো অনেকটা কাল
জানলাম সে সম্পর্ক খাঁটি ছিলো না
তাই বুঝলাম এ পৃথিবী আমার না!

যে ঠিকানা তৈরী করতে সর্বস্ব বিলিয়ে নিঃস্ব প্রায়
সেই ঠিকানায় আমার অবশিষ্ট কিছু রইলো না
তাই বলি কি এই পৃথিবী আমার না!

যে পথকে ভালোবেসে পুষ্প বিছিয়েছি চিরকাল
সে পথটা তো আমাকে ঠাঁই দিলো না
হয়তো এই পৃথিবীটাই আমার জন্য না!

যে ভালোবাসা অমূল্য ভেবে অন্ধের মত ভালোবাসি
সেই ভালোবাসাগুলো আমাকে গ্রহণ করে না
তাই ভালোবাসাময় পৃথিবী আমার জন্য না!

যে সুখের রাজ্যে চেয়েছি একটু আদর-সোহাগ
তা হয়তো আমি কোনদিনই পেলাম না
আসলেই এই পৃথিবীটা আমার জন্যই না!