অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপর্যস্ত – মহানগর ইসলামী আন্দোলন

6

সরকার অপরিকল্পিত লকডাউন দিয়ে সাধারন জনগণকে নানাবিদ সমস্যায় ফেলে দিয়েছে। খেটে খাওয়া মানুষ তাদের পরিবার পরিজনকে নিয়ে মানবেতর দিন যাপন করতে হচ্ছে। জনগণের মৌলিক প্রয়োজনের কোন ব্যবস্থা না করে লোকদেখানো এই লকডাউনের মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি ব্যতীত আর কিছু হচ্ছে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ ও সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান গত শনিবার (২৪ এপ্রিল) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় উপরোক্ত কথা বলেন।
তারা আরও বলেন, নিম্নবিত্ত মানুষের উপর যে হারে জরিমানা করা হচ্ছে, তাদের একমাত্র সম্বল নষ্ট করে দেয়া হচ্ছে তা অমানবিক এবং অন্যায়। সরকারের উচিত সাধারণ মানুষের কথা বিবেচনা করে করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে লোকদেখানো লকডাউনের বিকল্প গ্রহণের উদ্যোগ নেয়া। বিজ্ঞপ্তি