শুরু হয়েছে ধান কাটার মৌসুম

10

দেশে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। প্রথম পর্যায়ে ধান কাটা শুরু হয়েছে সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের সুবিস্তৃত হাওর অঞ্চলে। এরপর শুরু হবে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলে। আবহাওয়া এবার অনুকূল থাকায় এবং এখন পর্যন্ত ঝড়তুফান, শিলাবৃষ্টি প্রবল বৃষ্টিপাত ও অকস্মাত পাহাড়ী ঢল না আসায় কৃষকের মনে উদ্বেগ-উৎকণ্ঠা নেই বললেই চলে। ফলন হয়েছে পর্যাপ্ত ও আশানুরূপ। যেদিকে চোখ যায় সুপক্ব ধান আর ধান, কাটার অপেক্ষায়। কিছুদিন আগে অকস্মাত হিটশক বা তাপপ্রবাহে কিছু ধান চিটা হলেও বাদবাকি অংশে আশানুরূপ ফলনে পুষিয়ে যাবে সে ক্ষতি। তবে হাওরের ধান দ্রুত কেটে কৃষকের গোলায় তোলার জন্য অনেক স্থানে শুরু হয়েছে মাইকিং। বলা তো যায় না কখন প্রকৃতি ধারণ করবে রুদ্ররূপ; ছোবল দেবে কালবৈশাখী, নেমে আসবে পাহাড়ী ঢল। ধান কাটার জন্য কৃষি শ্রমিকের সঙ্কট নিরসনে এবার মাঠে নেমেছে অন্তত ৭৪১টি হার্ভেস্টার রিপারসহ পর্যাপ্ত সংখ্যক কৃষি যন্ত্রপাতি। স্বাস্থ্যবিধি রক্ষা করে উত্তরাঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে কৃষি শ্রমিক। মোটকথা যথাসময়ে ধান কেটে কৃষকের গোলায় তোলার জন্য সব রকম সরকারী সহায়তা দেয়া হচ্ছে। বাজারে চালের দাম কমানোর লক্ষ্যে সরকার এবার ১৮ লাখ টন ধান-চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা নিঃসন্দেহে ইতিবাচক।
বর্তমান সরকার যে কৃষকবান্ধব, সে বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তায় সেটিই ফুটে উঠেছে আরও পরিষ্কার ও যথাযথভাবে। তিনি যথার্থই বলেছেন যে, দেশেই খাদ্য উৎপাদন যাতে দ্বিগুণ থেকে তিনগুণ হতে পারে সেজন্য সরকার থেকে সব রকম সাহায্য-সহযোগিতা এমনকি স্বল্পসুদে ব্যাংকঋণসহ প্রণোদনা দেয়া হচ্ছে ও হবে। এমনকি গরিব বর্গাচাষীরাও এখন ব্যাংক ঋণ পাচ্ছেন বিনা জামানতে। এর পাশাপাশি দেয়া হচ্ছে বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে উফশী বীজ, সার, সেচ সুবিধা, কীটনাশক ও বিদ্যুত। কৃষির আধুনিকীকরণ তথা যান্ত্রিকীকরণের জন্য ৭০ শতাংশ ভর্তুকিতে দেয়া হচ্ছে নানাবিধ কৃষি যন্ত্রপাতি, যাতে স্বল্প কায়িক পরিশ্রমে আরও বেশি ফসল ফলাতে পারে কৃষক। ধান কাটার মৌসুমে যেসব অঞ্চলে কৃষি শ্রমিক পাওয়া কঠিন, সেসব স্থানে ধান কাটতে কৃষককে সহায়তা করছেন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। যে কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে নগদ অর্থ সহায়তাসহ এগিয়ে আসছে সরকার। উৎপাদিত কৃষিপণ্যের সংরক্ষণসহ ন্যায্যদামও নিশ্চিত করেছে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়।