অসহায় কৃষকের ধান কেটে দিলো সিলেট জেলা যুবলীগ

5
ধান কাটছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দরা।

সারাদেশের ন্যায় সিলেটেও ধান কাটা শুরু হয়েছে। তবে করোনা মহামারিতে লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় কৃষি শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। এজন্য সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছেন না অনেক কৃষক। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা।
গতকাল শনিবার (২৪ এপ্রিল) সকালে জালালাবাদ থানার কারইল বিল এলাকার কৃষক জাহেদ আহমদ এর ২ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা। এতে যুবলীগের প্রায় ৪০-৪৫ জন নেতাকর্মী অংশ নেন।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন,বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ইতিমধ্যে সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহবান জানিয়েছেন। সেই আহবানে আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা জেলা যুবলীগের নেতা কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।
তিনি বলেন,করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আমরা কৃষক জাহেদ আহমদ এর দুই বিঘা জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ ভিপি বলেন,আমরা কেন্দ্রের নির্দেশনা পেয়ে যুবলীগের সকল নেতা কর্মীকে নিয়ে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি। আমরা আমাদের নেতা কর্মীদের মাধ্যমে বিভিন্ন যায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কোন কৃষক ভাই সমস্যায় পড়বেন সেখানেই আমরা জেলা যুবলীগের নেতা কর্মীদের নিয়ে সেই কৃষক ভাইয়ের পাশে দাঁড়াবো। বিজ্ঞপ্তি