মোল্লাপাড়া গ্রামের প্রবাসীদের উদ্যোগে অসহায়দের অর্থ প্রদান

7

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলার মোল্লাপাড়া গ্রামের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে করোনা সংকট মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে মোল্লাপাড়া গ্রামের দরিদ্র অসহায় মধ্যাবিত্ত পরিবারের মধ্যে উপহারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু‘র মোল্লাপাড়াস্থ বাড়িতে প্রবাসীদের প্রেরিত নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।আওয়ামীলীগ নেতা ডা. শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজ পরিচালনা কমিটির সদস্য সেলিম আহমদ ও উপজেলা স্বেচ্ছা সেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাকির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সমাজসেবী নরশেদ মিয়া, মাওলানা আছাদ উজ্জামান, আসকির মিয়া, আশিক মিয়া, গিয়াস মিয়া, ইলিয়াস হোসেন লেফাছ। উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা আব্দুল কাদির পুরকায়স্থ, আব্দুল হাফিজ পুরকায়স্থ এফতার, আসরার আহমদ পুরকায়স্থ, সালমান আহমদ মাছুম, মছরুর আহমদ, সজ্জাদ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাস মানবসমাজ ও মানবসভ্যতাকে এক অভূতপূর্ব বিপর্যয়ের মুখোমুখী এনে দাঁড় করিয়েছে। করোনার এই সংকটকালিন সময়ে আমাদের প্রবাসীরা প্রবাসে অত্যন্ত কষ্টে জীবন যাপন করলেও দেশ ও এলাকার টানে তারা সাহায্যের হাত প্রসারিত করে রেখেছেন। এলাকার অধিকাংশ মানুষ সেই ব্রিটিশ আমল থেকেই যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে আসছেন। জীবিকার টানে প্রবাসে অবস্থান করলেও মাতৃভূমির টানে দেশের প্রতিটি দুর্যোগসহ গরিব জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে প্রবাসীদের অবদান অপূরণীয়। মোল্লাপাড়া এলাকার প্রবাসীরা মহামারি শুরুর পর থেকে এলাকার অসহায়দের কল্যাণে যেভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা প্রশংসনীয়। যার ধারাবাহিকতায় করোনার ২য় ধাপের লকডাউন চলাকালিন সময়ে ও রমজান মাসকে ঘিরে প্রায় দেড় শতাধিক অসহায় মধ্যবিত্ত পরিবারে মধ্যে নগদ অর্থ প্রদান করায় উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। সভা শেষে মোল্লাপাড়া গ্রামবাসীসহ দেশ ও জাতি এবং প্রবাসে অবস্থানরতদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রশিদুর রহমান ফারুক।