ছাতকে ইফতার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

12

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ইফতার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে পৌরসভার বাঁশখলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বাঁশখলা এলাকায় সম্প্রতি নজির মিয়া নামের এক নির্মাণ শ্রমিক দুর্ঘটনায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করে। তার আত্মার শান্তি ও দোয়া কামনায় শুক্রবার এলাকায় একটি মসজিদে ইফতারের আয়োজন করা হয়। ইফতার শেষে অবশিষ্ট খাবার নিয়ে এলাকার নজির মিয়ার পুত্র জামরুল মিয়া ও একই এলাকার ইসরাইল আলীর পুত্র তালেব আলীর মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাতে এলাকার সামছু মিয়া ও একই এলাকার আনফর আলী পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন ইটপাঠকেল ও লাটিসোঠা নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। গুরুতর আহত মোস্তাকিম মিয়া, রাসেল মিয়া, তাজ আলী, হোসনে আরা বেগম ও রাজনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। থানার ওসি শেখ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।