ছাতকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ড্রেজারসহ আটক ২

11

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু- পাথর উত্তোলন করার অপরাধে ড্রেজারসহ ২জনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাঁদাটিলা এলাকা থেকে অবৈধ ভাবে বালু -পাথর উত্তোলন করার সময় তাদের আটক করে নৌ-পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাংপার (নোয়াকোর্ট) গ্রামের মিরাজ আলীর পুত্র আক্তার হোসেন (২৬) ও কোম্পানীগঞ্জ উপজেলার ছনবাড়ী গ্রামের আব্দুল মন্নানের পুত্র আমির হোসেন (২৩)। হাঁদাটিলা এলাকায় প্রতিনিয়তই একাধিক চক্র দিনের পর দিন অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলন করছে বলে অভিযোগ রয়েছে। শনিবার এসব চক্র বালু-পাথর উত্তোলনের খবর পেয়ে ছাতক নৌ-পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক হাবিবুর রহমান নেতৃত্বে অভিযান চালিয়ে ড্রেজারসহ দু’জনকে আটক করেন। এসময় অন্যরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মো.নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।