পোশাক শিল্প শংকায়

12

দেশে করোনার দ্বিতীয় ঢেউ তথা ভয়াবহ তীব্র সংক্রমণ প্রতিরোধে চলতি মাসের প্রথমার্ধে সাধারণ লকডাউন এবং দ্বিতীয়ার্ধে কঠোর লকডাউন আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। তদনুযায়ী নানা পদক্ষেপ নেয়া হয়েছে এবং অইনশৃঙ্খলা বাহিনী সেসব বাস্তবায়নে যথাসাধ্য কাজ করে চলেছে। তবে সাধারণ মানুষের জীবন-জীবিকা সচল রাখার স্বার্থে শিল্প-কলকারখানা ব্যাংক বীমা ইত্যাদি চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে সবিশেষ গুরুত্বারোপ করা হয়েছে রফতানিমুখী পোশাক শিল্প-কারখানার ওপর। সে ক্ষেত্রে শ্রমজীবীদের স্বাস্থ্যবিধি মানাসহ যাতায়াত ও নিরাপত্তা বিধানের ওপর নিশ্চয়তা প্রদান করতে বলা হয়েছে মালিকপক্ষকে। নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানে মালিকপক্ষ তা যথাসাধ্য করছেন বলেই প্রত্যাশা। কেননা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ব্যাহত হবে কারখানার উৎপাদন। তবে শঙ্কা দেখা দিয়েছে অন্যত্র, অন্যখানে। সত্যি বলতে কি করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা লেগেছে এবং তা আরও ভয়ঙ্করভাবে বিশ্বের অন্যান্য দেশেও, যারা বাংলাদেশের পোশাক খাতের প্রধান ক্রেতা। ফলে ইতোমধ্যে তারা ক্রয়াদেশ কমানোর পাশাপাশি তৈরি পোশাকের দাম কমিয়ে দিয়েছে। ইউরোপ-আমেরিকার দ্বিতীয় ঢেউয়ের আঘাত ইতোমধ্যে হানতে শুরু করেছে দেশের সর্ববৃহৎ রফতানিমুখী খাত পোশাক শিল্পে। বাংলাদেশ থেকে বৈশ্বিক পোশাক আমদানি কমে গেছে ২৩ শতাংশ। ফলে স্বভাবতই পোশাক কারখানার মালিকরা রয়েছেন শঙ্কায়। করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি পরিলক্ষিত না হলেও জীবন-জীবিকার স্বার্থে বাংলাদেশসহ অনেক দেশই লকডাউন প্রত্যাহারে বাধ্য হয় অথবা সীমিত করে। সে অবস্থায় দেশে দেশে শুরু হয় কর্মচাঞ্চল্য। চলতে শুরু করে অর্থনীতির চাকা। সচল হয় শিল্প-কারখানা, দোকানপাট, হোটেল-রেস্তরাঁও খুলতে শুরু করে। পুরোদমে না হলেও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরে আসে। এহেন পরিস্থিতি ব্যাপক আশার সঞ্চারসহ কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছিল বাংলাদেশের পোশাক শিল্পে। নতুন ক্রয়াদেশও আসছে নতুন নতুন দেশ থেকে। যেমন- চীন ও তুরস্ক থেকে যেসব ক্রয়াদেশ সরে গেছে করোনার কারণে, তারও একটি বড় অংশ আসছে বাংলাদেশে। তবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী দ্বিতীয় ঢেউ সব কিছু পুনরায় অনিশ্চিত করে তুলেছে। সেক্ষেত্রে সরকার রফতানিকারকদের স্বল্প সুদে ব্যাংক ঋণসহ প্রণোদনা তহবিল দিয়ে সহায়তা করতে পারে। এ মুহূর্তে রোজা ও ঈদকে সামনে রেখে পোশাক শিল্পে শ্রমিক ছাঁটাই নয়। বেতন-ভাতা পরিশোধে গড়িমসিও নয় প্রত্যাশিত।