করোনা

7

তনিমা :

ছড়িয়ে আছ বিশ্ব জুড়ে, ছড়িয়ে গেছ সবখানে।
জড় হলেও প্রান ফিরে পাও, স্পর্শ করে মানবকে।

যখন তুমি করলে বাসা চীন দেশের ঐ উহানে
তখন থেকেই ছুটছে মানুষ প্রাণ বাঁচানোর স্বার্থতে।
কিন্তু হায়!
করেছ তুমি বিরাট আকার
চীন থেকে শুরু হলো ইতালি আর যুক্তরাষ্টের হাহাকার।
কত বাবার বুক ফেটে যায় হারিয়ে তার মেয়েকে
কত মায়ের ব্যাকুলতা হারিয়ে তার ছেলেকে
কারো আবার কেউ থাকেনা কাদবে কার জন্য,
সবই হলো হে করোনা শুধু তোমার জন্য।
হে করোনা,
তুমার নামের সাথে কর্মের কোনো মিল খুঁজে পাইনি,
তুমার নাম রেখেছেন যে বড় ভুল করেছেন উনি।

থামো এবার হায়!
সবকিছু স্তবির আজ বাচার রেহাই নাই।
হয় নাকি তুমার দয়া?
নামের সাথে মিল রেখে করো একটু মায়া