শ্রীমঙ্গলে ১০ জন রোগীকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করলেন আব্দুস শহীদ এমপি

17
শ্রীমঙ্গলে চিকিৎসা ব্যয়ে আক্রান্ত ১০ জন রোগীকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চিকিৎসার জন্য বিভিন্ন রোগে আক্রান্ত ১০ জনের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার-কিডনী-লিভার সিরোসিস স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এসব আর্থিক অনুদানের চেক বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ সোয়েব আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল থানার (ওসি) অপারেশন নয়ন কারকুন, সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ।