লকডাউনের বালাই নেই নগরীতে

13

কাজিরবাজার ডেস্ক :
সিলেটে লকডাউনের নামে শুধু বড় বড় মার্কেট, বিপণী বিতান ও শপিং মল বন্ধ থাকলেও কার্যত আর কোনো কিছুতেই লকডাউন নেই। সব কিছুই যেন স্বাভাবিক। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। সড়কে মানুষের জনস্রোত। শুধুমাত্র মার্কেট ও বিপনীবিতান বন্ধ থাকলেও ফুটপাত থেকে সবজি বাজার, মাছ বাজার, নিত্যপণ্যের দোকানে রয়েছে মানুষের ভীড়। যানবাহনে যাতায়াতেও কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। মোটরসাইকেল নিয়ে চলাচল নিষিদ্ধ থাকলেও বাইক রাইডররা ট্রিপ দিচ্ছেন অহরত।
বুধবার (৭ এপ্রিল) এমন চিত্র চুখে পড়ে সিলেট নগরীতে। বিভিন্ন জায়গা ঘুড়ে দেখা যায়- কারও মুখে মাস্ক নেই। ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন। সিএনজিতে ৫ জনকে যাতায়াত করছেন। নগরীতে চলছে সিসিকের বাস।
বুঝা যাচ্ছে- করোনা মহামারি থেকে সুরক্ষার বদলে প্রয়োজনটাই মানুষের কাছে বড়।
সরেজমিন দেখা যায়, কেবল মার্কেট, বিপনিবিতানে দোকান বন্ধ থাকলেও সড়কের পাশে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। রেস্টুরেন্টগুলোতে ছিল মানুষের জটলা।
নগরে নিম্নআয়ের মানুষের জন্য লকডাউন ভোগান্তি তৈরি করলেও চাকরিজীবী, মধ্যবিত্ত-উচ্চবিত্তদের চলাচল ছিল নির্দিধায়। অটোরিকশা, লেগুনা, টেম্পু, প্রাইভেট যান ও মাইক্রোবাসে গাদাগাদি করেই যাতায়াত করতে দেখা গেছে।