ব্যবসা পরিচালনার দাবিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

11
সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার দাবিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল।

সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার দাবিতে গতকাল মঙ্গলবার সকালে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা ব্যবসায়ীদের কথা বিবেচনা করে লকডাউন প্রত্যাহারের দাবী জানান এবং স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনার লক্ষ্যে সুযোগ প্রদানে সরকারের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ফুয়াদ বিন রশীদ, আবুল কালাম আজাদ, আজির উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী মাখন, আব্দুর রহিম, মো. হাবিবুর রহমান, মোস্তফা মেহেদী হাসান খান, সাব্বির আহমদ লোকমান, সোহেল ওসমানী গণি, জাবেদুর রহমান, শাহ নেওয়াজ শাকিল, জাহাঙ্গীর হোসেন খান, আব্দুল আহাদ প্রমুখ।
ব্যবসায়ীরা আরো বলেন, আমরা অনেকেই ঋণগ্রস্ত। গত বছরে বিভিন্ন উৎসবে আমরা ব্যবসা পরিচালনা করতে না পাড়ায় এখনও অনেকেই ক্ষতিগ্রস্ত। দোকানের কর্মচারী সহ আমরা ব্যবসায়ীরা মারাত্মক ঝুঁকির মধ্যে আছি। এমতাবস্থা চলতে আমাদের রাস্তায় বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। তাই আমরা জনদরদি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। বিজ্ঞপ্তি