সন্ধ্যার পর নীরব নগরী

5

কাজিরবাজার ডেস্ক :
সকাল থেকে শুরু করে রাত প্রায় ১০টা পর্যন্ত কর্মব্যস্ততায় কাটান সিলেট নগরবাসী। বিদ্যুতের আলোর ঝলমলে শহর ব্যস্ত থাকে রাত ১২টা পর্যন্ত। এটাই ছিল সিলেটবাসীর কাছে চিরচেনা দৃশ্য। তবে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বাইরে বের হতে সরকারি নিষেধাজ্ঞার পর বদলে গেছে সিলেট শহরের দৃশ্যপট।
সোমবার সন্ধ্যা নামতেই সিলেটে দেখা যায় ফাঁকা রাস্তা, সুনসান নিরবতা। মাঝে মধ্যে টহল দিচ্ছে পুলিশের গাড়ি বহর। দুএকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও তা চলছিল লকডাউনের নির্দেশনা মেনে। বাংলাদেশে করোনার দ্বিতীয় ধাক্কার লকডাউনের প্রথম দিন কাটছে এভাবেই। তবে দিনের বেলা করোনার আতঙ্ক একেবারেই লক্ষ্য করা যায়নি সিলেটবাসীর মধ্যে। করোনা আতঙ্ক উপেক্ষা করে দিনভর হাট-বাজারে যাতায়াত করছেন মানুষজন। র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট টহলে থাকলেও দোকান খুলে সাধারণ দিনের মতোই জিনিসপত্র বিক্রয় করছেন ব্যবসায়ীরা। ক্রেতারাও ক্রয় করছেন সাধারণ নিয়মেই। অধিকাংশ লোকের মুখেই নেই মাস্ক। মানছেন না করোনা সম্পর্কিত নির্দেশনাও।