উচ্চ আদালত বন্ধ থাকতে পারে না – প্রধান বিচারপতি

18

কাজিরবাজার ডেস্ক :
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সাংবিধানিক কোর্ট (উচ্চ আদালত) বন্ধ থাকতে পারে না। করোনা পরিস্থিতিতেও ভারতের সাংবিধানিক কোর্ট কখনও বন্ধ থাকে না। রবিবার আপীল বিভাগের ভার্চুয়ালি শুনানিকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। লকডাউন দেয়া হলে আপীল বিভাগের কার্যক্রম চলবে কি না, সিনিয়র আইনজীবীরা আদালতের কাছে জানতে চাইলে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। করোনা পরিস্থিতিতে আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। এ সময় সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, প্রবীর নিয়োগীসহ অন্যান্য আইনজীবী ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।