চৌহাট্টায় বাম জোটের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা

13
বাম জোটের ডাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলা। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে সিলেটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ করে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি চৌহাট্টা যাওয়া মাত্র পুলিশের সাথে বাম জোট নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় পুলিশ ৭ নেতাকর্মীকে আটক করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ জানান, রাস্তা বন্ধ করে বাম জোটের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল দিয়েছিল। পুলিশ মিছিল দিতে বাঁধা দিলে নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডা হয়। পুলিশ পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে।
এদিকে বাম গণতান্ত্রিক জোটের সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, নরেন্দ্র মোদি দেশে আসার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিল করছি। তখনই পুলিশ এসে লাঠিচার্জ করে আমাদের ৭ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন, উজ্জল রায়, রেজাউর রহমান রানা, সঞ্জয় দাস। বাকীদের নাম পাওয়া যায়নি।