নাই আনন্দ

6

জিল্লুর রহমান পাটোয়ারী :

খোকার মনে নাই আনন্দ,
পাঠে বসে না মন,
কবে যে তার স্কুল খুলবে,
মাথায় চিন্তা সারাক্ষণ।
হৈ-হুল্লোড় হয় না এখন,
পাঠশালার ঐ মাঠে,
ঘরে বসে একলা থাকা,
সময় যেন না কাটে।
হয় না এখন দল বেঁধে খেলা ,
পাড়ার সব ছেলেরা মিলে –
হৈ-হুল্লোড়ে নাইকো মজা,
মাছ ধরতে বিলে।
আর কতদিন চলবে এমন,
বোকার মতো থাকা –
খোকার মনে নাই আনন্দ,
দেখছে সবই ফাঁকা।