বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মিলাদ ও দোয়া

10
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে কোরআনে খতম, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। ১৬ মার্চ (মঙ্গলবার) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ কোরআনে খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র উপদেষ্টা ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী রইছ আলী, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি সমাজসেবক আব্দুর রহমান রিপন, কোষাধ্যক্ষ আমজাদ আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সুমন, মিলিনিয়াম মার্কেটের সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া, হাসান মার্কেট সাধারণ সম্পাদক নিয়াজ, আব্দুল করিম, করিম উল্লাহ মার্কেটের সহ সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জুনেদ আহমদ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আব্দুর রহমান দুদু, মহানগর ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, রাসেল আলী, মধুবন মার্কেটের সাধারণ সম্পাদক মো. আলা মিয়া, মিতালী মার্কেট সভাপতি মো. ওলিউর রহমান, শহিদুল ইসলাম, হক সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, কাকলি মার্কেটের জাকারিয়া আহমদ, শিপন আহমদ, আম্বরখানা বাজার কমিটির গোলজার আহমদ, সিটি সেন্টার মার্কেটের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাবেক সাধারণ সম্পাদক হোসেইন আহমদ, ট্রেড সেন্টার মার্কেটের সভাপতি মো. কয়ছর আহমদ, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদুল হাসান রুহেল, ব্রহ্মময়ী বাজারের সভাপতি হাজী আতিকুর রহমান, মনোয়ার হোসেন মুন্না। এছাড়াও মহানগরের বিভিন্ন মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এক সংক্ষিপ্ত বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, বুধবার আমাদের সকল দোকানপাঠ ও শপিংমল খোলা থাকবে এবং স্বতঃস্ফূর্তভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি