ট্রাক চাপায় চলন্ত অটোরিক্সার যাত্রী মা-ছেলে আহত

19

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে চলন্ত সিএনজি অটোরিক্সাকে ট্রাক চাপা দিলে মা-ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহতবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করে।
পুলিশ জানায়, সিলেটগামী (সিলেট-থ-১২-১৪৪৩) সিএনজি অটোরিক্সা বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে আসামাত্র (বরিশাল ট-১১-০২৫১) ট্রাকটি ঘুরানোর সময় সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এ সময় সিএনজি অটোরিক্সার যাত্রী সাজনা বেগম ও তার ছেলে সিয়াবুর রহমান গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের তিনি জানান, ট্রাকটি ইউটার্ন (ঘুরানো) সময় সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশার দুজন যাত্রী আহত হন। তাদেরকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন।