বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নগরী সেজেছে রঙ্গিন আলোয়

5
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট নগরী সেজেছে অপরূপ সাজে।

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস-২০২১ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আলোয় আলোয় সেজেছে সিলেট নগরী। নগরীর বিভিন্ন সড়ক ও স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জ্বা করা হয়েছে। আলো দিয়ে সাজানো হয়েছে সুরমা নদীর ওপরের কিনব্রিজও।

DCIM100MEDIADJI_0436.JPG

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারি প্রায় সব প্রতিষ্ঠানই আলোকসজ্জ্বা করা হয়েছে। আলো দিয়ে লাল-সবুজের রংয়ে সাজানো হয়েছে এসব প্রতিষ্ঠান। কাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। নানা আয়োজনে এই দুই উপলক্ষে উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই উপলক্ষগুলো উদযাপনে সিলেট সিটি কর্পোরেশন নগরজুড়ে আলোকসজ্জা করেছে। নগর ভবন, ক্বিন ব্রিজ, কাজিরবাজার সেতু, কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা সড়ক, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরগণের কার্যালয়, সড়ক বিভাজকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ পর্যন্ত ২১ দিনব্যাপি এই আলোকসজ্জায় সজ্জিত থাকবে বলে সিলেট সিটি করপোরেশন জানিয়েছে।