দুবাই ওপেনে অংশ নেবেন না ফেদেরার

11

স্পোর্টস ডেস্ক :
আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া দুবাই ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। চলমান কাতার ওপেনে খেলার মাধ্যমে দীর্ঘ ১৩ মাস পর কোর্টে ফিরেছিলেন ফেদেরার। কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে বিশ্বের সাবেক এই শীর্ষ তারতাকে।
৩৯ বছর বয়সী ফেদেরার দোহায় দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ৪২ নম্বর খেলোয়াড় জর্জিয়ার নিকোলোজ বাসিলাশভিলির কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন।
পরাজয়ের পর ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার টুইটারে লিখেছেন, ‘এটিপি ট্যুরে ফিরতে পারাটা সত্যিই আনন্দের। আরো একবার দোহায় খেলতে পারার প্রতিটি মুহূর্তই ছিল দুর্দান্ত। এজন্য আমার পুরো দলকে ধন্যবাদ জানাতে চাই। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ফেরাটা মোটেই সহজ কাজ নয়। সে কারণেই আমি আবার অনুশীলনে মনোযোগী হতে চাই। আর সেটা করতে গিয়ে দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি।’
গত বছর ফেদেরারের হাঁটুতে দুবার অস্ত্রোপচার করা হয়েছে। যে কারণে ২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে পরাজিত হবার পর আর কোনো টুর্নামেন্টে অংশ নেননি।
ইতোমধ্যে ফেদেরার ঘোষণা দিয়েছেন চলতি মাসের শেষে বছরের প্রথম মাস্টার্স ইভেন্ট মিয়ামি ওপেনে তিনি খেলছেন না। এর অর্থ হচ্ছে এপ্রিলে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান ক্লে কোর্ট মৌসুমের মাধ্যমে হয়তো তিনি পুনরায় কোর্টে ফিরে আসবেন।