সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র দাফন সম্পন্ন, জানাযায় লক্ষাধিক মানুষের ঢল

15
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাযার নামাজের একাংশ।

সিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়ির বাসিন্দা মাহমুদ উস সামাদ চৌধুরী’র নামাজের জানাযা গতকাল ১২ মার্চ- শুক্রবার বিকাল সোয়া ৫ টায় ফেঞ্চুগঞ্জস্থ কাসীম আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজের জানাযায় ইমামতি করেন দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মিছবাউর রহমান। জানাযায় বিভিন্ন স্তরের প্রায় লক্ষাধিক মানুষ শরীক হন।
নামাজের জানাযায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি, গাজী শাহনেওয়াজ মিলাদ এমপি, আব্দুল মজিদ খান এমপি, মোকাব্বির খান এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, শফি আহমদ চৌধুরী, ইয়াহইয়া চৌধুরী এহিয়া, অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম মাহফুজুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আজিজুস সামাদ ডন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান আতিক, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, মবশ্বির আলী, সালেহ আহমদ হিরা, হাবিবুর রহমান হাবিব, সারওয়ার হোসেন, শমসের জামাল, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জগলু চৌধুরী, এ আর সেলিম, শহিদুর রহমান সাহিন, আব্বাস উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক আহবায়ক আবুল কাহের শামীম, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মুহতারাম সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক, শাহজালাল সার কারখানার ব্যাবস্থাপনা পরিচালক মনিরুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাজ্জাক হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শামিম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিকুল হাদি, জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, মরহুমের ভাগিনা ওহিদুজ্জামান চৌধুরী ছুফি, জুনেদ চৌধুরী, সাঈদ আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া হেলাল সহ আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ব্যাবসায়ী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ইমাম, শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ জানাযায় অংশগ্রহণ করেন।
পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই সাহিদ উস সামাদ চৌধুরী।
পরে জানাযা শেষে মরহুমের লাশ নুরপুরস্থ দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে মাহমুদ উস সামাদ চৌধুরী’র মরদেহ ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা মাঠে অবতরণ করলে অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম মাহফুজুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা মরদেহ গ্রহণ করেন।
সেখান লাশবাহী গাড়িযোগে মরহুমের লাশ তার নিজ বাড়ি পৌছালে পরিবারের সদস্য ও নেতা- কর্মীদের মাঝে এক হ্রদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
মাহমুদ উস সামাদ চৌধুরী’র মরদেহ শেষ বারের মত এক নজর দেখতে বাড়ি ও জানাযাস্থলে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিজ্ঞপ্তি