ওহে বসন্ত

21

শাবলু শাহাবউদ্দিন :

কুয়াশা হালকা ঝরে পাতায় পাতায়
ঘাসের শীর্ষ বিন্দুর মাথায় মাথায়
সকালে হালকা দুপুরে করাটে রৌদ্র
কৃষকের কপাল দাপিয়ে বেড়ায় ঘামদের ভদ্র ।

পুষ্পকলি গাছে গাছে দোলে
উত্তরের হাওয়ায় ভ্রমর কিছু বলে
মৌমাছি করে নতুন নতুন সুরে গান
প্রকৃতি খুঁজে পায় তার শ্রেষ্ঠত্বের অবদান ।

ওহে বসন্ত ওহে বসন্ত ওহে বসন্ত
তোমার আগমনে প্রকৃতি আজ জীবন্ত ।