জগন্নাথপুরে দুই মেয়াদেও বেড়িবাঁধের কাজ শেষ হয়নি

6

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে দুই দফা মেয়াদ শেষ হলেও এখনো সম্পন্ন হয়নি হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ। গত ১৫ ডিসেম্বর কাজ শুরু হয়। শেষ হওয়ার তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় আরো ৯ দিন বাড়ানো হয়। ৭ মার্চের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো সম্পন্ন হয়নি।
১১ মার্চ বৃহস্পতিবার সরজমিনে নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা যায়, এখনো কাজ শেষ হয়নি। কিছু স্থানে এখনো মাটি কাটা বাকি রয়েছে। তবে অধিকাংশ প্রকল্পের মাটি কাটার কাজ শেষ হলেও ড্রেসিং সহ অন্যান্য কাজ সম্পন্ন হয়নি। এ সময় পিআইসিদের মধ্যে অনেকে নাম প্রকাশ না করে বলেন, বর্তমানে আমরা টাকার অভাবে কাজ করতে পারছি না। শ্রমিকদের কাছে লজ্জা পাচ্ছি। দুই দফায় মাত্র ৪০ ভাগ বিল দেয়া হয়েছে। কাজ করেছি প্রায় ৮০ থেকে ৯০ ভাগ। অনেক দারদেনা হয়ে গেছে। তাই দ্রুত তৃতীয় বিল প্রদানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এর মধ্যে স্থানীয় ইউপি সদস্য সুজাত মিয়া বলেন, আবারো সেই ঠিকাদারি প্রথাকে প্রতিষ্ঠা করার লক্ষে পিআইসি প্রথাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
তবে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপ-প্রকৌশলী (এসও) হাসান গাজী বলেন, অচিরেই পিআইসিরা তৃতীয় বিল পাবেন। তাদেরকে বিল প্রদানে আমরা আন্তরিক ভাবে কাজ করছি। তবে কোন অবস্থায় কাজ বন্ধ রাখা যাবে না।