বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট চেম্বারের মতবিনিময় ॥ ১৫ থেকে ২৭ মার্চ সকল মার্কেট আলোকসজ্জা করার সিদ্ধান্ত

4
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চেম্বার সভাপতি আবু তাহের মো: শোয়েব।

৯ মার্চ মঙ্গলবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার এর উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, চলতি বছর আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হতে চলেছে। যা সমগ্র বাঙালির জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এছাড়াও আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী আসন্ন। এ উপলক্ষে তিনি সিলেটের সকল মার্কেট ঐ মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আলোকসজ্জা করার আহবান জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ব্যাপারে আলোচনায় অংশগ্রহণ করে বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা আমাদের গৌরবের কেন্দ্রস্থল। তারা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত নগরীর সকল মার্কেট আলোকসজ্জা করার ব্যাপারে একমত পোষণ করেন। এছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট চেম্বার অব কমার্সের নেতৃত্বে এবং সকল মার্কেট কমিটি ও ব্যবসায়ী সংগঠনের অংশগ্রহণে বড় পরিসরে একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আহবান জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দ শাহী ঈদগাহ্ সদর উপজেলা মাঠে আয়োজিত পণ্য প্রদর্শণী মেলাটি নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার অনুরোধ জানান। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির আহবায়ক মোঃ মামুন কিবরিয়া সুমন, পরিচালক মোঃ আব্দুর রহমান (জামিল), মোঃ আমিনুজ্জামান জোয়াহির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান রিপন, ১ম সাধারণ সম্পাদক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হাদী পাবেল, ব্যবসায়ী নেতা হাজী মোঃ আতিকুর রহমান, শামছুল আলম, আব্দুল মুনিম মল্লিক, মোঃ আলা মিয়া, সালাউদ্দিন বাবলু, সাহেদ আহমদ, আমান উদ্দিন আহমদ, মোঃ সিরাজ উদ্দিন, মোঃ জাকারিয়া ইমরুল, মোঃ লিয়াকত আলী মিটু, মোঃ নাহিদুর রহমান, নিতাই পাল, সাজুওয়ান আহমদ, তাহমিদুল হাসান জাবেদ ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ। বিজ্ঞপ্তি