রক্ত রাঙা ভোর

10

মহিউদ্দিন বিন্ জুবায়েদ :

ভোরের বেলা সূর্য ওঠে
টগবগে এক লাল,
ফাগুন মাসে শিমুল ফুলে
লাল হয়ে যায় ডাল।

গোলাপ ফুটে বাগান জুড়ে
রক্ত রাঙা ভোর,
মিষ্টি গানে কোকিল মামার
স্বাধীন চেতা সুর।

স্বাধীন দেশের পতাকাটা
বৃত্ত লালে ওই,
ছবির মাঝে আছে ছবি
মনের কথা কই।