সুনামগঞ্জে হত্যা মামলার রায়ে একজনের যাবজ্জীবন

13

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে টিউবওয়েলের হাতল দিয়ে মেরে ৯ মাসের কন্যা সন্তানসহ পিতা ও স্ত্রীকে হত্যার দায়ে আলফু মিয়াকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামিকে ২০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় প্রদান করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাও এলাকায় আসামি আলফু মিয়া স্ত্রী বিউটি বেগম ও ৯ মাসের কন্যা সন্তান আলিফাকে মারধর করলে দণ্ডপ্রাপ্ত আসামির পিতা আলা উদ্দিন (৭০) শান্ত করার জন্য তাদের ঘরে গেলে আসামি টিউবওয়েলের হাতল দিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে চিৎকার শুনে আশেপাশে লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙে পিতা, স্ত্রী ও কন্যা সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার করে। পাশে টিউবওয়েলের হাতলটিও পাওয়া যায়। এসময় পুলিশ আলফু মিয়াকে আটক করে। পরে আসামির ছোটভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলা করলে, পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর জিয়াউর ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।