ছাতকে সওজ’র ভূমিতে উচ্ছেদ অভিযানে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

7
ছাতকের গোবিন্দগঞ্জে সওজ’র ভূমিতে চালানো উচ্ছেদ অভিযান।

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ মহা সড়কের গোবিন্দগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সিলেট-সুনামগঞ্জ মহা সড়কের গোবন্দিগঞ্জে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ।
সওজ’র যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রিট আব্দুল লতিফ খানের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে গোবিন্দগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা ৪ শতাধিক অস্থায়ী স্থাপনা বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় সওজ’র কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট-সুনামগঞ্জ মহা সড়কের গোবিন্দগঞ্জ ব্রিজের পূর্বপার থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এবং ট্রাফিক পয়েন্ট হতে ছাতক সড়কের সওজ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠে অসংখ্য স্থাপনা। এর আগেও এসব সরকারী ভূমি উদ্ধারে একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারো দখলদারগন কৌশলে স্থাপনা তেরী করে দোকান কোটা ভাড়া দিয়ে থাকে। সম্প্রতি এসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশসহ মাইকিং করে জানিয়ে দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখলকারীরা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় বোলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। কর্নপাত করেন নি। সওজ’র যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান জানান, সওজ’র ভূমি দখলদার মুক্ত করতে উচ্ছেদ অভিযান নিয়মিত চালানো হবে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা ৪ ঘন্টা উচ্ছেদ অভিযানে গুটিয়ে দেয়া হয় অসংখ্য সেমি পাকা ও টিনসেডের অবৈধ স্থাপনা।