জাল টাকাসহ জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেফতার

14

স্টাফ রিপোর্টার :
কানাইঘাট থেকে জাল টাকাসহ জালিয়াত চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত সোমবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটর কানাইঘাট থানার মহেশপুর গ্রামের মৃত ইয়াছিন আলী পুত্র আফতাব উদ্দিন (৫৫) ও একই থানার নিজচাওড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র আব্দুল জলিল (৩৬)।
র‌্যাব জানায়, সোমবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে সলেট জেলার কানাইঘাট থানাধীন কানাইঘাট পৌরসভাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামন থেকে জালিয়াত আফতাব উদ্দিন ও আব্দুল জলিলকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকার জাল টাকা ও মানি রিসিপ্ট ১০ বান্ডেল উদ্ধার ও জব্দ করে। র‌্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।