আদুল গাঁয়ে

5

ইউনুছ ইবনে জয়নাল :

আমি চাইনা এই
ইট পাথরের চারকোণা ঘর,
স্বজন হারিয়ে স্বদেশ ছেড়ে
আমি হতে চাইনা কারো পর।

আমি থাকতে চাই
মেদুর শোভিত বিশাল মাঠের পর,
যেখানে থাকবেনা কোনো পর্দা
থাকবে শুধু আদুল পাতার ঘর।

যদি তোমরা আমার সেই পাতার ঘর
গড়ে দিতে না পাও,
তবে সড়ে দাঁড়াও। এ বন্দীশালা হতে
আমাকে বেড়িয়ে যেতে দাও।

সুখহীন, শান্তিহীন এ বন্দীশালা ভেঙ্গে
আমি যেতে চাই প্রমুক্ত পল্লীর বুকে,
আদুল গাঁয়ে প্রতিবেশীদের নিয়ে
জীবন কাটতে চাই পরম সুখে।