খোকার পণ

25

সোহেল আহম্মেদ :

ঐ দেখ ছোট খোকা মক্তবে যায়
অজু করে টুপি পরে পাঞ্জাবি গায়।
রাস্তায় পায় যারে দেয় সে সালাম
মক্তবে পড়ছে সে খোদার কালাম।
আজানের ডাক শুনে যায় মসজিদে
দোয়া পড়ে খানা খায় পেলে তার খিদে।
মা-বাবার সব কথা মেনে চলে খোকা
মিছে কথা বলে কভু দেয় না সে ধোঁকা।
বড় হয়ে খোকা হবে জ্ঞানী গুণিজন
রত রবে ভাল কাজে এই তার পণ।