এমন হতো

14

সামিউল ইসলাম :

সারি বেঁধে পিপড়ে চলে
দ্বন্দ্ব বিবাদ ভুলে
দূর দূরান্তে ছুটে চলে
অন্ন সন্ধান মুলে।

কর্মক্ষেত্রে মহান কর্মী
ঐক্য ন্যায়ের বলে
দেহের চেয়েও ভারী বস্তু
বহন করে চলে।

মানব যদি এমন হতো
পিপড়ে যেমন হয়ে
শত্রু তখন পিছু হটতো
ন্যায় একতার ভয়ে।

মানব যদি মিলেমিশে
সমাজ মাঝে চলে
শান্তিপূর্ণ সমাজ পেত
ঐক্য ন্যায়ের ফলে।