জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের ৬ কোটি টাকার বাজেট পাস

43
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভায় বাজেট উপস্থাপন করছেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট।

১৭ ফেব্রুয়ারি বুধবার সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা/২০২১ অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদকদ্বয় এডভোকেট মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) ও এডভোকেট মুমিনুর রহমান (টিটু) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বাজেট সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মুফতি মাওলানা মোঃ আব্দুর রহমান চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী। সভায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট বার্ষিক বাজেট সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান বার্ষিক বাজেট সাধারণ সভার শুরুতে সমিতির ২০২১ সনের ৬,০১,৪৮,৫৩৫/- টাকার বাজেট উপস্থাপন করেন।
উক্ত বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি-১ এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, সহ সভাপতি-২ এডভোকেট পান্না লাল দাস, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আজিম উদ্দীন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মকসুদ আহমদ, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি), প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আলিম উদ্দীন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মইনুল হক ও এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-সম্পাদক এডভোকেট কবির আহমদ, এডভোকেট মোঃ কাওছার আহমদ ও এডভোকেট মোবারক হোসাইন, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বজনাব এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট মোঃ ওবায়দুর রহমান, এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট মোঃ রাজ উদ্দিন, এডভোকেট মোঃ আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, এডভোকেট লুৎফা বেগম চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন আহমদ, এডভোকেট এম.ই.এম. ইকবালুর রহমান ও এডভোকেট আবু মোহাম্মদ আসাদ এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ সিনিয়র এডভোকেটসহ আটশতাধিক আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির বিজ্ঞ সদস্য যথাক্রমে সর্বজনাব সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, এডভোকেট মোহাম্মদ লালা, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), এডভোকেট অশোক পুরকায়স্থ, এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট আবুল খায়ের হেলাল আহমদ, এডভোকেট মোঃ বদরুল আহমদ চৌধুরী ও এডভোকেট শফিকুল ইসলাম সবুজ প্রমুখ।
সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট ৬,০১,৪৮,৫৩৫/- (ছয় কোটি এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ) টাকা আয়, ৬,০০,৫৪,৩১১/- (ছয় কোটি চুয়ান্ন হাজার তিনশত এগার) টাকা ব্যয় এবং ৯৪,২২৪/- (চৌরান্নব্বই হাজার দুইশত চব্বিশ) টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে প্রস্তাবিত বাজেট অনুমোদিত ও গৃহীত হয়। বিজ্ঞপ্তি