ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ ॥ জয় দিয়ে যাত্রা শুরু সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র

76

স্পোর্টস ডেস্ক :
সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র আইকন খেলোয়াড় হিসেবে খেলছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় জাকির হোসেন। দলে অধিনায়কের দায়িত্বটাও তার কাঁধে। সব মিলিয়ে খানিকটা চাপ নিয়েই ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ টুর্নামেন্টে যাত্রা শুরু করেন জাকির।
বসন্তের সকালে মাঠে নেমেইে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তেই এগিয়ে যায় সিসিক ওয়ারিওরস। ম্যাচের ভিত্তি গড়ে ওঠে দুই ওপেনারের দারুণ সূচনায়। প্রথম উইকেটের পতন হলে ওপেনার শাহানুর রহমানের সাথে বড় পার্টানারশীপ গড়ে তুলেন অধিনায়ক জাকির হোসেন। ৫২ বল খরচে ৫৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সেই সাথে দলের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি রেকর্ডটিও নিজের করে নেন। ওপেনার শাহানুর করে ৪৩ বলে ৩৯ রান।
নির্ধারিত ২০ ওভারে সিসিক ওয়ারিওরস’র দলীয় সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৬২ রান। প্রতিপক্ষ এমকেবি প্লাটনের বোলার ইবাদত ৩টি উইকেট তুলে নেন।
১৬৩ রানের বড় টার্গেট তাড়া করতে এমকেবি প্লাটন নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। ৩ টি করে উইকেট পান সিসিক ওয়ারিওরস’র বোলার ইরফান ও জয়নাল ইসলাম। প্রথম ম্যাচেই ৫৪ রানের বড় জয় পায় টুর্নামেন্টের ফেভারিট তকমার দল সিসিক ওয়ারিওরস।
১৯ ফেব্রুয়ারি পৌনে দুইটায় সিসিক ওয়ারিওরস’র দ্বিতীয় ম্যাচ খেলবে সিলেট ইউনাইটেডের সাথে।
প্রসঙ্গত, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে ১৫ ফেব্রুয়ারি থেকে সিলেট জেলা স্টেডিয়ামে ৫ টি ফ্রেঞ্চাইজি নিয়ে শুরু হয় ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৭ ফেব্রুয়ারি সাড়ে ৫ টায়।