নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সিলেটে, শেওলা স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

5

স্টাফ রিপোর্টার :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী ৩ দিনের এক সরকারী সফরে এখন সিলেটে রয়েছেন। গতকাল শুক্রবার রাত ৭ টায় বিমানযোগে তিনি সিলেট এসে পৌছে সার্কিট হাউজে অবস্থান করছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে বেলা ১১ টায় সড়কপথে শেওলা স্থলবন্দর উপস্থিত হয়ে শেওলা স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করবেন। পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী ওইদিন পূর্ণরায় বেলা ২ টায় সিলেট সার্কিট হাউজে উপস্থিতি ও অবস্থান নেবেন।
পরদিন রবিবার ১৪ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী সকাল সাড়ে ৯ টায় হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে সড়কপথে তামাবিল স্থলবন্দরে সকাল ১১ টায় উপস্থিত হয়ে পরিদর্শন এবং স্থলবন্দর স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন এবং দুপুর সাড়ে ১২ টায় তামাবিলস্থ বিজিবি সীমান্ত সম্মেলন কেন্দ্র রেস্ট হাউজে অবস্থান করে বিকেল ৪ টায় ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শন করবেন।
এদিন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী রাত ৭ টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস বাংলা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।