শীতের আমেজ

12

কৌশিক সূত্রধর :

শীতকালে সূর্যটা থাকে মুখ লুকিয়ে
গাছের সবুজ পাতা ঝরে যায় শুকিয়ে।
অপরুপ প্রকৃতি ঢেকে থাকে কুয়াশায়;
যায় না কিছুই দেখা অপলক ধুয়াশায়।

শিশিরের কণা ঝরে অবিরাম টুপটাপ
জড়সড় হয়ে সবাই বসে থাকে চুপচাপ।
শীতের আমেজ জমে পিঠা ও পায়েসে;
সুস্বাদু পিঠা খেয়ে দিন কাটে আয়েসে।