মৌলভীবাজারে চতুর্থদিনে করোনার টিকা নিয়েছেন ৪ হাজার ৭জন

3

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলা সদরসহ সবকটি উপজেলায় চতুর্থ দিনের মতো শেষ হয়েছে করোনার টিকাদান কর্মসূচী। বুধবার সকাল ৯টা থেকে দুপুর তিনটা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা নিয়েছেন ৪ হাজার ৭ জন। যাদের মধ্যে পুরুষ ২৬৬৯ জন এবং নারী ছিলেন ১৩৩৮ জন।
গত তিনদিনে জেলার কোথাও পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। ফলে মানুষের মাঝে টিকা নেয়ার আগ্রহ বাড়ছে। প্রতিদিন সকাল থেকে নারী-পুরুষরা ভীড় করছেন কেন্দ্রগুলোতে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) মৗলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
টিকাদান কর্মসূচী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৭ হাজার ৫৪৪ জন। যাদের মধ্যে পুরুষ ৫ হাজার ২৪ এবং নারী ২ হাজার ৫১৯ জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, গণমাধ্যমকর্মীদের ইতিবাচক প্রচারণায় জেলার বাসিন্দাদের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। এখন পর্যন্ত টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া টিকাদানে সরকারি দপ্তরগুলোতে চমৎকারভাবে সমন্বয় সাধিত হয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা উৎসাহ নিয়ে কাজ করছেন।