পার্থকে হারিয়ে বিগ ব্যাশ শিরোপা জিতলো সিডনি সিক্সার্স

12

স্পোর্টস ডেস্ক :
বিগ ব্যাশ লিগের ফাইনালে পার্থ স্কোচার্সকে ২৭ রানে হারিয়ে শিরোপা ঘরে তুললো সিডনি সিক্সার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৫ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হন সিডনির জেমস ভিন্স।
অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিগ ব্যাশের দশম আসর জিতে দারুণ একটি রেকর্ডও গড়লো সিডনি সিক্সার্স। এনিয়ে যৌথভাবে সর্বোচ্চ তিনবার ট্রফিটিতে চুমু দিল দলটি। হেরে যাওয়া পার্থও তিনবার শিরোপাটি জিতেছিল।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করা সিডনি নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করতে পারে পার্থ।
১৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পার্থের কয়েকজন ব্যাটসম্যান ভালো করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ওপেনার লিয়াম লিভিংস্টোন সর্বোচ্চ ৪৫ করে জ্যাকসন বার্ডের বলে বিদায় নেন। এছাড়া ৩০ রান করেন আরেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। শেষদিকে অ্যারন হার্ডি ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেললেও জয় পাওয়া হয়নি পার্থের।
সিডনি বোলারদের মধ্যে বেন ডারসুই সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পান বার্ড, শেন অ্যাবোট ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ভিন্সের অন্যবদ্য ৯৫ রানের ভর করে ১৮৮ রানের বড় স্কোর দাঁড় করায় সিডনি। ইংলিশ এই ব্যাটসম্যান ৬০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান। তবে তাকে সেঞ্চুরি বঞ্চিত করান স্পিনার ফাওয়াদ আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ক্রিস্টিয়ান।