যাই হারিয়ে যাই

7

হামীম রায়হান :

বইয়ের পাতায় বন্ধী না হোক
আমাদের এই শৈশব,
খেলায়, মেলায় কাটবে সময়,
বন্ধু তোরা কই সব?
ইচ্ছে মত উড়বো আর
কাটবো সাঁতার বিলে,
আকাশ থেকে মেঘের ছানা
আনবো পেড়ে ঢিলে।
চলরে সবাই বনের মাঝে
যাই হারিয়ে যাই,
যেখানেতে বইয়ের পাতার
ভয় মনেতে নাই।
না থাক মনে আর কোন ভয়,
আজকে খুশি মিনিস্টার!
আনন্দতে যাক হারিয়ে
ভয় নামে ঐ জিনিসটার।