বলবো আজ মনের কথা

14

নেছার আহমদ নেছার :

নক্ষত্রের মিটি মিটি আলোয়
আলোকের তৃষ্ণা মিটেনি তোমার
তাই ভরা জ্যোৎ¯œা খুঁজ তুমি;
পূর্ণিমায় অবগাহিতে
দিগন্ত ছড়ানো মাঠে নির্জনতা নিয়েছ বেছে;
সন্ধ্যা রাতে তাই বসে আছ
খোলা মাঠের একপাশে,
যেথায় একটু সুদুরে বিশাল একটি হাওর
দল বেঁধে ছুটে চলা শীতের পাখির কলরবে
মাঝে মাঝে কারো একাগ্রহ প্রতিক্ষায়
লঙনতার বিঘœ ঘটায়
যখন মাথার উপর দিয়ে
সব বালি হাঁসের দল উড়ে চলে যায়।
সেচ কাজের কৃষক ক্ষেত থেকে
বাড়ী ফেরার পথে তোমায় দেখে
জিজ্ঞেস করে এখানে একাকী বসে আছ কেন?
জ্যোৎ¯œাটা খুব ভাল অগে বুঝি?
উত্তর নেই-কখন গুন গুন
গানের মাঝে কে এসে সুর ধরে
কাঁপা কাঁপা কন্ঠে
বাড়ীতে এলে না আজ?
বলেছি আগেই জ্যোৎ¯œায়
দেখবো তোমায় খুব বেশী
আপন করে আজ বলবো মনের কথা।