পাঠাগার

17

শেখ একেএম জাকারিয়া :

পাঠাগার মানুষের জ্ঞানকোষ
গুণীদের অমৃতসুধা,
থরে থরে সুবিন্যস্ত আছে
পান করলে লাগে না ক্ষুধা।
এমন ভান্ডার পাবে না আর
আছে যেথা জ্ঞান অফুরান,
যত কর এই অমৃত পান
বাড়বে তোমার সম্মান।

যে মানুষ ডুকেছে সেই মজেছে
জ্ঞানের আলোর ওই ঘরে,
সম্পদ দানে সম্পদ বাড়ে
তুলনার সাহস-কে করে?
এখানে আছে মুক্তা জহরত
হীরে মণি কাঞ্চন হার,
আপনি পরো অন্যকে পরাও
নাম হলো তার পাঠাগার।