শৈত্যপ্রবাহ ও বৃষ্টিপাতের আশঙ্কা

140

চলতি ফেব্রুয়ারি মাসে দেশে শৈত্যপ্রবাহ ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সিলেটসহ সারাদেশে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ছাড়াও বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া সূত্র মতে; এ মাসের প্রথম দিকে হয়ত; ভারি অথবা মাঝারি বৃষ্টিপাত সহ দুই বা তিন এর চেয়ে বেশি মৃদু শৈত্যপ্রবাহ বহে যেতে পারে। ফেব্রুয়ারির শুরু থেকেই ঘন কুয়াশার সাথে প্রচন্ড কনকনে শীতের কবলে পড়ে দেশের অধিকাংশ মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। সিলেটের শ্রীমঙ্গলসহ সীমান্তিক এলাকায় মাঘ মাসের শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সাধারণ গরীব-দিনমজুর মানুষের ভোগান্তির শেষ নেই।
সিলেট অঞ্চলে রাতের বেলা প্রচন্ড কনকনে শীতের সাথে ঘন কুয়াশায় দিনের বেশীর ভাগ আবৃত থাকে, ফলে খেটে খাওয়া মানুষের জীবন যাপন অতিষ্ঠ হয়ে উঠছে। প্রচন্ড শীতের প্রকোপ থাকায় দিন মজুররা কর্মের অভাবে পরিবারের সদস্যদের খাওয়া-দাওয়ার যোগান দিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছেন।
সিলেট অঞ্চলে মাঝারি ধরনের কুয়াশা আর কনকনে শীতের প্রভাব পড়েছে সকল ধরনের সবজি ক্ষেতের উপর। এ অবস্থায় সবজি ক্ষেতের ক্ষতির কারণ হতে পারে বলে অনেকে মনে করছেন। প্রতিনিয়ত ভোর পর্যন্ত ঘন কুয়াশা আর প্রচন্ড শীতের কারণে শীত জনিত নানা ধরনের রোগে আক্রান্তের আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা এ প্রচন্ড শীত ও ঘন কুয়াশার মৌসুমে পরিবারের শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধাদের প্রতি সুনজর রাখা। এছাড়া ও সকলকে সচেতনতার সহিত চলতে হবে যাতে অতিরিক্ত ঠান্ডা থেকে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা যায়।
চলতি করোনা নামক মহামারি এবং প্রচন্ড শীত মৌসুমের সকল প্রকার প্রকোপ থেকে সচেতনতার সহিত চলার বিকল্প নেই।