হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ ৬৫ প্রার্থীর মনোনয়ন জমা

9

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ ৬৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং নারী কাউন্সিলর পদে ১৭ জন।
সোমবার ও মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক সেলিম, স্বতন্ত্র প্রার্থী মো. ইসলাম তরফদার তনু (বিএনপি বিদ্রোহী), স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাউছার, মো. সামছুল হুদা এবং গাজী মোহাম্মদ পারভেজ হাসান।
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান, পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি।