রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ভোকেশনাল এক্সেলেন্স এওয়ার্ড প্রোগ্রাম সম্পন্ন

8

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের ভোকেশনাল এক্সেলেন্স এওয়ার্ড প্রোগ্রাম-২০২১ শনিবার রাতে নগরীর একটি হোটেলে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। সভায় বিগত সভার কার্যবিবরণীর রিপোর্ট পেশ করেন ক্লাব সেক্রেটারি আফসার উদ্দিন আহমদ পিএইচএফ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় মঈন উদ্দিন মনজু, মানবিক পুলিশ আল আমিন, নারী উদ্যোক্তা সাবিনা সুলতানা সনি, স্টাফ নার্স শিরিনা আক্তার ও ডা. ওরাকাতুল জান্নাতকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সারা বিশ্বের মতো বাংলাদেশে পোলিও টিকাসহ আর্থমানবতার কল্যাণে রোটারিয়ানদের অবদানের কথা তুলে ধরে বলেন, আজ যে ৫ জন গুণী ব্যক্তিকে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য এওয়ার্ড প্রদান করে সম্মাননার মাধ্যমে কর্মক্ষেত্রে আরো সাফল্য অর্জনের প্রেরণা দেয়া হয়েছে। এর মাধ্যমে তাদের কর্মজীবন আরো সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি ড. এম শহিদুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান মনসুর আহমদ পিএইচএফ, রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, রোটারিয়ান পিপি রুহুল আলম আরএফএসএম, রোটারিয়ান আবু রায়হান মিজান, রোটারিয়ান ইমদাদ হোসেন, রোটারিয়ান হোসেন আহমদ, রোটারিয়ান জুবায়ের আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হোসেন আহমদ। বোর্ড অব থ্যাংকস প্রদান করেন রোটারিয়ান তৌহিদুর রহমান আরএফএসএম। বিজ্ঞপ্তি