‘করোনায় তিন মাসে যুক্তরাষ্ট্রে মারা যাবে আরও ২ লাখ মানুষ’

18

কাজিরবাজার ডেস্ক :
যুক্তরাষ্ট্রে আগামী তিন মাসের মধ্যে করোনা মহামারিতে আরও ২ লাখ মার্কিনির মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। দলটি বলছে, মহামারি দমনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হলেও মৃতের সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে।
ইতিমধ্যে করোনা মহামারিতে ৪ লাখ ৩০ হাজার মার্কিনির মৃত্যু হয়েছে। যদি সাধারণ মানুষ মাস্ক পরে, জনসমাগম এড়িয়ে চলে এবং সামাজিক দূরত্ব বজায় চলে তাতেও আগামী তিন মাসে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যাবে।
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বৃটেনে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন। ভাইরাস বিশেষজ্ঞরা প্রথম থেকেই সতর্ক করে আসছিলেন যে করোনাভাইরাসের ধরন বদলাবে। এখন যুক্তরাষ্ট্রে করোনার নতুন দুটি অধিক সংক্রমক স্ট্রেইন ছড়িয়ে পড়তে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি বলেন, এই ভাইরাস সংক্রমিতে হতেই থাকবে এবং আরও বিবর্তিত হবে। সাংবাদিকদের সঙ্গে শুক্রবার এক অনলাইন সম্মেলনে এ কথা বলেন তিনি।