ধৈর্য্য

15

রিপলু চৌধুরী :

তোমার কর্ম তুমি কর
হয়ে যাও শ্রেষ্ঠ তুমি
সৎ পথে সৎ শ্রেষ্ঠ
জাগ্রত কর এই ভূমি।

আসবে বন্যা আসবে ঝড়
ধৈর্য্য ছেড় না তুমি
সময় হলে থেমে যাবে
দেখবে তোমার এই ভূমি।

ধৈর্য্য মধ্যে লুকিয়ে আছে
শ্রেষ্ঠ সময় খানি
সময় হলে হাতে পাবে
কর্মের শ্রেষ্ঠ মনি।

জয় হয়েছে ক্ষয় নয়
ধৈর্য্যরে মহান গুণী
সৎ কর্মের শ্রেষ্ঠ ফল
পায় মহান গুণী।