নগরীতে ছাত্র জমিয়তের মিছিলে পুলিশী বাধা, মিছিল পন্ড

27
ছাত্র জমিয়ত বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শাখার র‌্যালিতে পুলিশী বাধা।

স্টাফ রিপোর্টার :
ছাত্র জমিয়ত নগরীতে অনুমতিহীন মিছিল পন্ড করে দিয়েছে এসএমপি পুলিশ। পরে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শেষ করেছে দলটি। গতকাল সোমবার দুপুর ২টার দিকে নগরীর ধোপাদীঘির পূর্বপারে শিশু পার্কের সামন থেকে র‌্যালি শুরু করে ছাত্রজমিয়ত। ফিরে আবার কোর্ট পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে শিশু পার্কের সামনে আসার পর পুলিশ বাধা দেয়। এ অবস্থায় সেখানেই সংক্ষিপ্ত পথসভা শুরু করেন ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, দলটি কোন অনুমতি ছাড়াই মিছিল নিয়ে কোর্ট পয়েন্ট যাওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই। করোনাকালীন এই সময়ে পূর্বানুমতি ছাড়া কোন মিছিল বা র‌্যালি নিষিদ্ধ। জননিরাপত্তার স্বার্থেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদের পরিচালনায় র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হোসাইন আহমদ, কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল রাশেদ।
আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ সালিম ক্বাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমিন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর জমিয়তের সমাজসেবা সম্পাদক হাফিজ কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন নগরী, মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আসাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মুফতি সিরাজুল ইসলাম, মহানগর ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ শাহিদ আহমদ হাতিমী, সহ সভাপতি আবুল খয়ের, যুগ্ম সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, জেলার সহ সাধারণ সম্পাদক কাওসার আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদি, আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক নুরুল ইসলাম ও নাজিম উদ্দিন নোমানী প্রমুখ।
এদিকে সাবেক সাংসদ এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী বলেন, ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ প্রশাসন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। স্বাধীন দেশে এমন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি আইনের পরিপন্থি। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।