কানাইঘাটে ভিটা বাড়ী থেকে বালু, পাথর চুরির অভিযোগ

8

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর গ্রামের একটি মাটি ভরাট ভিটা বাড়ী থেকে রাতের আঁধারে পাথর, বালু, রড চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দরখাস্তের বাদী ইউপির এরালীগুল গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র নাজিম উদ্দিন উল্লেখ করেছেন তিনি নারাইনপুর গ্রামে ৩৯ শতক জমি কিনে সেখানে আংশিক মাটি ভরাট করে ঘর নির্মান করার জন্য পাথর, বালু ও রড নিয়ে রাখেন। তার খরিদকৃত জায়গার একাংশ জবর দখল করার জন্য পাশর্^বর্তী জমির মালিক একই ইউপির মিকিরপাড়া গ্রামের মৃত নুরুল হকের পুত্র আব্দুল্লাহ কতেক অজ্ঞাতনামা লোকজনকে নিয়ে গত শনিবার রাত ১১টার দিকে ভিটা বাড়ীতে রাখা মওজুদকৃত প্রায় ৯ হাজার টাকা মূল্যের ৯০ ফুট ঘনফুট পাথর, ৪৭৫০ টাকা মূলের ১শ ঘন ফুট বালু ও কিছু রড চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় নাজিম উদ্দিন এলাকায় বিচার প্রার্থী হলে উল্টো আব্দুল্লাহ তার ভরাটকৃত ভিট বাড়ীর ২ শতক জমি জবর দখল সহ অবশিষ্ট বালু, পাথর, রড সরিয়ে নেওয়ার হুমকি প্রদান করলে নাজিম উদ্দিন গত রবিবার বাদী হয়ে আব্দুল্লাহ এর বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ এনে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।