ম্যাথুজের সেঞ্চুরিতে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

19

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। গত শুক্রবার দ্বিতীয় ম্যাচের প্রথম দিন সেঞ্চুরি করে (১০৭ রান) অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। দিন শেষে লঙ্কানদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২২৯ রান।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল হাফ সেঞ্চুরি করেন। ৫২ রান করে আউট হন তিনি। ৪৩ রান করেন ওপেনার লাহিরু থিরিমান্নে। দিন শেষে ১৯ রান করে অপরাজিত থাকেন ডিকওয়েলা। প্রথম দিন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ৩টি ও মার্ক উড ১টি করে উইকেট নেন।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম ওভারে ও দলীয় ৭ রানে দুইটি উইকেট হারায় শ্রীলঙ্কা। অ্যান্ডারসনের করা ওভারের প্রথম বলে ওপেনার কুসল পেরেরা বিদায় নেন। পঞ্চম বলে বোল্ড হন ওশাদা ফার্নান্দো। দলীয় ৭৬ রানে লাহিরু থিরিমান্নে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন। এরপর দলীয় ১৯৩ রানে আউট হন চান্দিমাল।