সিলেট সরকারি শিশু পরিবারে সেলিনা মোমেনের ক্রীড়া সামগ্রী বিতরণ

11
নগরীর রায়নগর সরকারি শিশু পরিবারে বালিকা শাখায় ক্রীড়া সামগ্রী প্রদান করছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহধর্মিনী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন।

সিলেট নগরীর রায়নগর সরকারি শিশু পরিবারে বালিকা শাখায় ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেনের সহধর্মিনী, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে তিনি শিশু পরিবারে গিয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা হেলেন আহমেদ। উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, বাগবাড়ি সরকারি শিশু পরিবার বালক শাখার উপ-তত্ত্বাবধায়ক আবু ইউসুফ, রায়নগর সরকারি শিশু পরিবার বালিকা শাখার উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সেলিনা মোমেন বলেন, সরকারি শিশু পরিবারের বালক-বালিকাদের অবহেলার চোখে দেখলে চলবেনা। একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে নিতে হবে। কারণ- তারাও রাষ্ট্রের অংশ। সরকারি শিশু পরিবারের পাশে সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। তাই মনোবল শক্ত করে নিজেকে সুশিক্ষায় গড়ে তুললে একদিন তারাও দেশ পরিচালনায় অংশ নিতে পারবে। বিজ্ঞপ্তি