সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা দিয়ে সরকার পুনরায় তার ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন প্রকাশ ঘটিয়েছে – ইশা ছাত্র আন্দোলন

13

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২২ জানুয়ারি শুক্রবার বেলা ২ টা থেকে তালতলা দলীয় কার্যালয়ে জেলা ও নগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি ইসমাইল আহমদ এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত এবং জেলা সাধারণ সম্পাদক মকবুল হোসাইনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান প্রধান বক্তার বক্তব্যে বলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব বলেন আজকের জেলা ও মহানগর সম্মেলন সিলেট শহীদ সোলেমান হলে হওয়ার কথা ছিলো। কিন্তু পূর্ব নির্ধারিত অনুষ্ঠানস্থল সিলেট শহীদ সোলেমান হলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা দিয়ে সরকার পুনরায় তার ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন প্রকাশ ঘটিয়েছে।তিনি শিক্ষামন্ত্রীর প্রতি প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও সচেতন নাগরিক মহলের সাথে আলোচনার মাধ্যমে চলমান শিক্ষা ব্যবস্থার অচলাবস্থা দূরীকরণে পদক্ষেপ নিতে আহবান জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিন,ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ আবু তাহের মিসবাহ, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মদ নুরুদ্দিন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য শেষে ২০২০ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করত: ২০২১ সেশনের কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব। বিজ্ঞপ্তি